জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে তাঁর বায়োপিক নির্মাণ করতে চলেছেন পরিচালক শ্যাম বেনেগাল। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হবে ‘বঙ্গবন্ধু’। শুরু হয়ে গিয়েছে ছবির প্রি-প্রো়ডাকশনের কাজ। আগামী ১৭ মার্চ শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ। সেদিন থেকেই শুটিং শুরু হবে এই বায়োপিকের। ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ঘোষণা করা হয়েছিল, বঙ্গবন্ধু’র উপর ছবি তৈরি করা হবে। ছবির বাজেট ৪০ কোটিরও বেশি। এই বাজেটের প্রায় ৪০ শতাংশ খরচ দেবে ভারত। ছবির চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। এবারে প্রকাশ্যে এল চরিত্রাভিনেতাদের নাম। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-র এমডি নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত তালিকায় কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে ৫০ জন অভিনেতার তালিকা প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই জানা গিয়েছে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করবেন আরেফিন শুভ। মুজিব কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে দেখা যাবে নুসরত ফারিয়াকে। অন্যদিকে হাসিনার বর্তমান বয়সের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জান্নাতুল সুমাইয়া। বেগম মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়া ফেরদৌস আহমেদ, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকের অভিনয় করার কথা জানা যাচ্ছে। বায়োপিকে খন্দকার মোশতাকের চরিত্রে ফজলুর রহমান বাবু এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী চরিত্রে রয়েছে অভিনেতা তৌকির আহমেদের নাম। এছাড়াও জানা যাচ্ছে, কাস্টিংয়ের তালিকায় বলিউড এবং টলিউড থেকেও উঠতে পারে তারকাদের নাম। বাংলা ভাষায় নির্মিত হচ্ছে ছবিটি। তবে পর্দায় হিন্দি সাবটাইটেল থাকবে। বায়োপিকটি নির্মাণে শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। শিল্প নির্দেশনার দায়িত্ব পেয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল। ২০২১ সালের ১৭ মার্চের আগেই ছবিটি শেষ করার পরিকল্পনা রয়েছে পরিচালকের। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুটিং হবে এই ছবির।