বড়দিনের পার্টি সেরেই সুইতজারল্যান্ডে পাড়ি দেন সইফ আলি খান, করিনা কাপুর৷ তাঁদের সঙ্গে করিশ্মা কাপুর আর ছোট্ট তৈমুরও সেখানে যান। প্রতি বছরের মতো এবারও সুইতজারল্যান্ডের ঘাসাটের বাড়িতেই নতুন বছর কাটান সইফ, করিনা৷ সুইতজারল্যান্ডে সইফ, করিনার সঙ্গে হঠাতই দেখা হয় বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালের৷ এরপর তাঁদের সঙ্গে যোগ দেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মার৷ বরফের দেশে গিয়ে নতুন বছর পালন করলেন বলিউডের এই সেলেবরা। স্যুইতজারল্যান্ডের বরফে ঘেরা পাহাড় থেকে ভক্তদের হ্যাপি নিউ ইয়ার উইশ করলেন তাঁরা।