আগামী বছর মার্চ মাসে মুক্তি পাওয়ার কথা অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ ছবিটি। রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কইফ ছাড়াও দেখা যাবে অজয় দেবগণ এবং রণবীর সিং-কেও। চলতি বছরের শুরুতেই এই ঘোষণা করা হয়েছিল ‘সূর্যবংশী’-তে অক্ষয়ের মায়ের ভূমিকায় দেখা যাবে নীনা গুপ্তাকে। তবে সম্প্রতি শোনা যাচ্ছে এই ছবি আর থাকছেন না ৬০ বছরের নীনা গুপ্তা। এ বিষয়ে নীনা গুপ্তা জানিয়েছেন, তাঁর চরিত্রটি চিত্রনাট্যে তেমন প্রয়োজন ছিল না। ঠিক সেই কারণেই নির্মাতারা অক্ষয়ের মায়ের চরিত্র কেটে বাদ দেন ছবি থেকে। ফলে সূর্যবংশী থেকে বেরিয়ে আসতে হয় তাঁকে।