কিছুদিন আগেই ৫ বছরের বিবাহবার্ষিকী পালন করেছেন সোহা আলি খান এবং কুণাল খেমু।২০১৫ সালের ২৫ জানুয়ারি গাঁটছড়া বাঁধেন সোহা-কুণাল। ৬ বছর প্রেমের পর রং দে বসন্তীর সহঅভিনেতার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সোহা। পতৌদি-কন্যা এবং কুণালের বিয়ের পর তাঁদের জীবনে আসে ছোট্ট ইনায়া। বর্তমানে কেরিয়ারের পাশাপাশি ছোট্ট ইনায়াকে বড় করে তুলতে ব্যস্ত বলিউডের এই সেলেব দম্পতি। তবে বিয়ের পাঁচ বছর পর জানা গেল সোহার প্রতি এক বিশেষ কারণে বিরক্ত কুনাল। সম্প্রতি সে কথা নিজেই স্বীকার করেছেন পতৌদি বাড়ির জামাইরাজা।তিনি বলেন, সোহার সঙ্গে সম্পর্কের প্রথম থেকে একটি বিষয়ে বেশ বিরক্ত হয়ে যান। যখনই সোহার সঙ্গে কোনও রেস্তোরাঁয় যান, তখন এক কাপ গ্রিন টি, শেক এবং কফি আনার নির্দেশ দেন। কিন্তু ওই ৩টি জিনিসের মধ্যে কোনও সময়ই সোহা একসঙ্গে গ্রিন টি, কফি শেক শেষ করেন না। অথচ ওই রেস্তোরাঁ বা ক্যাফেতে সোহা যতক্ষণ থাকবেন, ততক্ষণ তাঁর সামনে থেকে ওই তিনটি জিনিস কিছুতেই সরানো যাবে না। এতেই সোহার উপর কুণাল মাঝে মধ্যে ক্ষেপে যান এবং বিরক্ত হয়ে যান বলে জানান তিনি।