সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ‘বেলাশুরু’-র প্রথম ঝলক প্রকাশ করল উইন্ডোজ

২০১৫ সালে মুক্তি পেয়েছিল ‘বেলাশেষে’। পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখার্জী ও নন্দিতা রায়ের জুটি বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে এক অন্য ঘরানার ছবির উপহার দেন। বছর ত্রিশ বাদে সত্যজিৎ রায় পরিচালিত ‘ঘরে বাইরে’র পর ফের পর্দায় সৌমিত্র-স্বাতীলেখা জুটি ধরা দিয়েছিলেন। নেপথ্যে টলিউড পরিচালকদ্বয় শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ‘বেলাশেষে’। ‘বেলাশেষে’ তাঁদের রসায়ন মনে ধরেছিল দর্শকদের। তাঁদের দাম্পত্য কাহিনি ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে তৈরি এই সিনেমা বাণিজ্যিক সাফল্যও পেয়েছিল ভালই৷ সেই সিনেমার রেষ ধরেই চলতি বছরে বড়পর্দায় আসতে চলেছে ‘বেলাশুরু’। পরিচালনার আসনে ফের শিবপ্রসাদ মুখার্জী ও নন্দিতা রায়। ‘বেলাশেষে’ সিনেমার প্রায় প্রত্যেকেই রয়েছেন ‘বেলাশুরু’তে। ১৯ জানুয়ারি, আজ ভারতীয় চলচ্চিত্র তথা বাংলা সিনেমার ইতিহাসের প্রবাদপ্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় পা রাখলেন ৮৫-তে। বয়সের মাপকাঠি আশি পেরলেও থিয়েটার মঞ্চ থেকে ক্যামেরার সামনে তিনি যেন এখনও তরুণ। বাঙালির ‘ফেলুদা’ তিন দশক পেরিয়ে আজও মনে-প্রাণে অ্যাডভেঞ্চারাস। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষেই তাঁর আগামী ছবি শিবপ্রসাদ-নন্দিতা পরিচালিত ‘বেলাশুরু’ ফার্স্ট লুক প্রকাশ্যে এল উইন্ডোজের হাত ধরে।  প্রকাশিত এই পোস্টারে দেখা গেল আদরের সঙ্গে সযত্নে স্বাতীলেখার চুল আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তের বড়পর্দার সম্পর্ক, সংসার, প্রেম, বন্ধুত্বের রসায়ন আবার ফিরছে ‘বেলাশুরু’র হাত ধরে। চলতি বছরের গ্রীষ্মকালেই আসছে শিবু-নন্দিতার ‘বেলাশুরু’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *