স্কুল পড়ুয়ার বেশে দেখা গেল দীপিকা পাডুকোনকে। মুখে হালকা হাসি নিয়ে গায়ে স্কুলের পোশাক ও পিঠে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন দীপিকা। এই লুকে এবার দেখা গেল অভিনেত্রীকে। ‘ছপাক’ ছবিতে অ্যাসিড আক্রান্ত মালতির চরিত্রে অভিনয় করেছেন একজন অ্যাসিড আক্রান্তের লড়াইয়ের কাহিনী তুলে ধরা হয়েছে ছবিতে। দীপিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ভিক্রান্ত ম্যাসি। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি ছবিটি । একজন অ্যাসিড আক্রান্তের লড়াইয়ের কাহিনি বলেছে এই ছবি । বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ট্রেলার । তবে সেখানে দীপিকার অ্যাসিড হামলার আগের লুক দেখা যায়নি। সামনে আসা নতুন এই লুক ছবিতে দীপিকার অ্যাসিড হামলার আগের লুক বলেই মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই লুক ।ছবিটি পরিচালনা করেছেন মেঘনা গুলজার । ফক্স স্টার স্টুডিয়োর সঙ্গে ছবিটির যৌথ প্রযোজনা করেছেন দীপিকা । সব ঠিক থাকলে আগামী বছর ১০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি ।