এবার হলিউডেও ডেবিউ করতে চলেছেন রণদীপ হুডা। খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পাবে ক্রিশ হেমসওয়ার্থের ‘এক্সট্র্যাকশন’। এপ্রিল মাসের ২৪ তারিখ থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে ‘এক্সট্র্যাকশন’। আর এই সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণদীপকে। ডেবিউ পরিচালক শ্যাম হারগ্রেভের সিনেমাতে ক্রিশ হেমসওয়ার্থের সঙ্গেই অভিনয় করতে দেখা যাবে রণদীপকে। সেই সিনেমাতে রণদীপের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগেই ‘এক্সট্র্যাকশন’ ছবিতে ক্রিশ হেমসওয়ার্থের ফার্স্ট লুক প্রকাশ্যে আসে। এই ছবির চিত্রনাট্য লিখেছেন ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত রুসো ব্রাদার্সের জো রুসো। রণদীপের পাশাপাশি এই সিনেমাতে মনোজ বাজপেয়ীকেও দেখা যাবে অভিনয় করতে। আগামী ১৬ মার্চ ছবির প্রমোশনের জন্যে মুম্বই আসতে চলেছেন ক্রিস হেমসওয়র্থ এবং স্যাম হারগ্রেভ। ২০১৮ সালে ভারতেই এই ছবির শ্যুটিং করেছিলেন হেমসওয়র্থ। হলিউডে ডেবিউ প্রসঙ্গে রণদীপ জানান, ‘প্রচুর অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হয়েছে আমাকে। বলিউডে হয়ত আমিই প্রথম পুরুষ অভিনেতা যিনি এত বেশি অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছি। খুবই ভালো অভিজ্ঞতা, রুশো ভাইদের সঙ্গে কাজ করেছি, পরিচালক শ্যাম হারগ্রেভের সঙ্গে ভালোই সম্পর্ক গড়ে উঠেছিল আমার।’ রণদীপ এই সিনেমাতে তাঁর চরিত্র প্রসঙ্গে জানান, ‘একজন প্রাক্তন জওয়ানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আমাকে। প্রত্যেকটা অ্যাকশন দৃশ্যে অভিনয় করার জন্য ১০ দিন ধরে শুধু প্র্যাক্টিস করেছি। এতদিন পর্যন্ত বহু চরিত্রে অভিনয় করেছি কিন্তু এক্সট্র্যাকশন’-এর চরিত্রটা একদমই আলাদা সকলের থেকে।’