হলিউডে MeToo আন্দোলনের জন্মদাতা এবং ধর্ষক প্রযোজক হার্ভে ওয়াইনস্টাইনের ২৩ বছরের কারাবাসের সাজা ঘোষণা করল নিউ ইয়র্কের আদালত। বিশ্বজুড়ে তৈরি হওয়া #MeToo ঝড়ে প্রথম বিদ্ধ সম্ভবত হার্ভে ওয়েনস্টেইনই। প্রথমে এক অভিনেত্রী-মডেল সাহস করে মুখ খুলেছিলেন হলিউডের এই দাপুটে প্রযোজকের বিরুদ্ধে। তাঁর প্রতিবাদ সাহস জুগিয়েছিল বাকিদের। এর পরই একে একে সরব হন বাকিরা। তিরিশেরও বেশি অভিযোগ ওঠে বাফটা জয়ী এই প্রযোজকের বিরুদ্ধে। অভিযোগকারীদের মধ্যে অ্যাশলে জুড, রোজ ম্যাকগোয়ানের মতো অভিনেত্রীরা আছেন৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছে ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘দ্য কিংস স্পিচ’, ‘পাল্প ফিকশন ’-এর মতো বিখ্যাত ছবি প্রযোজক। নিজের ক্ষমতার অপব্যবহার করেই বহু মহিলার সঙ্গে ওয়েনস্টাইন অশ্লীল আচরণ করেছে বলে অভিযোগ। সিনেমায় সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে নবাগতদের হোটেল রুমে ডাকত সে৷ সেখানে এঁদের নানা ভাবে হেনস্থা করত বলে অভিযোগ৷ গত ২৫ ফেব্রুয়ারিই হার্ভেকে দোষী সাব্যস্ত করেছিলেন নিউ ইয়র্কের আদালত। দীর্ঘ লড়াইয়ের পরে বড় সাফল্যের মুখ দেখল #MeToo আন্দোলন। এর পরই ৬৭ বছর বয়স্ক এই প্রযোজককে আটক করে নিজেদের হেফাজতে নেয় কর্তৃপক্ষ। সেদিনই জানানো হয়েছিল কমপক্ষে ৫ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে হলিউডের একদা এই প্রভাবশালী প্রযোজকের। ১১ মার্চ সাজা শোনানো হবে বলেই আগেই জানিয়েছিল আদালত।