২৫ কোটির পর ফের ৩ কোটি অনুদান দিলেন অক্ষয় কুমার

করোনা মোকাবিলায় দ্বিতীয় দফায় সাহায্যের হাত বাড়ালেন অক্ষয় কুমার। করোনা রুখতে বলিউড থেকে সর্বপ্রথম অক্ষয় কুমারই আর্থিক অনুদান দিতে এগিয়ে আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা আর্থিক অনুদান দেন ‘খিলাড়ি’। কিন্তু সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে ফের আর্থিক অনুদান দিলেন অক্ষয়। বৃহন্মুবাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর হাতে এবার ৩ কোটি টাকা আর্থিক অনুদান তুলে দিলেন তিনি। চিকিৎসক, নার্সদের জন্য পিপিই, মাস্ক এবং করোনার পরীক্ষার কিট কেনার জন্য এই অর্থ দিয়েছেন অক্ষয়। গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন অভিনেতা। তিনি ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়েছেন, ‘জীবন থাকলে তবেই সব কিছু থাকবে।’ ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ টুইট করে একথা জানান। আপডেট হ্যাশট্যাগ দিয়ে লেখেন, পিএম কেয়ার্সে ২৫ কোটি টাকা দেওয়ার পর এবার পিপিই ও ব়্যাপিড টেস্টিং কিট বানানোর জন্য বিএমসি-কে ৩ কোটি টাকা দিলেন অক্ষয় কুমার। এর আগেই স্থানীয় প্রশাসনকে সাহায্য করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন এই অভিনেতা। পাশাপাশি টুইটারে একটি ছবি শেয়ার করেন অক্ষয় কুমার। সেখানে তাঁর হাতে একটি প্ল্যাকার্ড দেখা গেছে। যেটাতে লেখা “দিল সে থ্যাঙ্ক ইউ”। যাঁরা এই সংকটের সময় জরুরি পরিষেবা দিয়ে চলেছেন তাঁদের এভাবেই ধন্যবাদ জানান তিনি। একটি ভিডিও-ও পোস্ট করেন তিনি। যেখানে লেখেন, “আমাদের ও আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে দিনরাত কাজ করে চলেছেন কিছু মানুষ। আসুন তাঁদের হৃদয় থেকে ধন্যবাদ জানাই। কারণ কমপক্ষে এটা তো আমরা করতেই পারি।” অক্ষয় তার ভিডিও বার্তায় করোনা মোকাবিলায় যুদ্ধ করা নার্স, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও মুম্বই পৌরসভার সাফাই কর্মী ও মুম্বই পুলিশকেও অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন বলিউডের এই অন্যতম জনপ্রিয় অভিনেতা। অনুদান দেওয়া ছাড়াও কোরোনা সচেতনতায় একাধিক উদ্যোগ নিয়েছেন তিনি। ইতিমধ্যেই একাধিক তারকার সাহায্যে “মুসকুরায়েগা ইন্ডিয়া” বলে একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন। করোনা মোকাবিলায় বলিউডের অভিনেতাদের মধ্যে অক্ষয় সর্বপ্রথম আর্থিক অনুদানের কথা জানান টুইটারে। তারপর একে একে শাহরুখ খান, সলমন খান, হৃত্বিক রোশন ছাড়াও একাধিক অভিনেতারা এগিয়ে এসেছেন করোনা মোকাবিলায় আর্থিক অনুদান নিয়ে। সম্প্রতি হৃত্বিক রোশন ঘোষণা করেন, তিনি ১.২ লক্ষ মানুষের খাবারের দায়িত্ব নিচ্ছেন। অক্ষয় পাত্র নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে হৃত্বিক ওই দায়িত্ব নিচ্ছেন। শ্রমিক পরিবার এবং বৃদ্ধাশ্রমের অসহায় মানুষগুলোর পেট ভরানোর দায়িত্ব নিয়ে এবার এগিয়ে এসেছেন হৃত্বিক রোশন। হৃত্বিকের পাশাপাশ সলমন খানও দরাজ হাতে দান করছেন। ২৫ হাজার মানুষের পেট ভরানোর দায়িত্বের পাশাপাশি মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৩ হাজির শ্রমিককে নগদ ৩ হাজার করে দিচ্ছেন বলিউড ভাইজান। লকডাউন চললে আগামী মাসেও সলমন ওই অর্থ তাঁদের দেবেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *