করোনার সংক্রমণ রুখতে গোটা দেশজুড়ে চলছে ২১ দিনের লক ডাউন। যার জেড়ে বন্ধ রয়েছে সমস্ত সিনেমা ও সিরিয়ালের শ্যুটিং। ২১ দিনের লকডাউনের জেরে অন্যান্য ক্ষেত্রের মতো বিনোদুনিয়াতেও যে বড়সড় আর্থিক ধ্বস নামতে চলেছে। এই অবস্থায় ইন্ডাস্ট্রির যারা দিন মজুর, স্পটবয় কিংবা জুনিয়র টেকনিশিয়ান রয়েছেন তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ শ্যুটিং বন্ধ মানে তাঁদের অর্থ উপার্জনও বন্ধ। এই অবস্থায় সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসের যোগান আসবে কথা থেকে। ভারতের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এই একই সমস্যা। আর সেই কথাই ভাবিয়ে তুলেছে সলমন খানকে। এই লকডাউনে প্রায় ২৫ হাজার দিনমজুরের দায়িত্ব একাই নিজের কাঁধে তুলে নিয়েছেন বলিউডের ভাইজান। ইন্ডাস্ট্রির জুনিয়র টেকনিশিয়ান, দিন মজুর, স্পটবয় যারা দিনরাত খেটে একটি ছবি কিংবা ধারাবাহিক বানাতে সাহায্যে করে, এবার তাদের দুবেলা অন্ন তুলে দিতে এগিয়ে এলেন সলমন খান। সূত্রের খবর, বলিপাড়ার এইরকম প্রায় ২৫ হাজার দিনমজুরদের নিত্য প্রয়োজনীয় জিনিষ ও অর্থের অভাব না হয় সেই দায়িত্বে নিজের কাঁধে তুলে নিলেন বলিউডের ভাইজান। যাতে করে পারিশ্রমিক না পাওয়া জুনিয়র টেকনিশিয়ান, স্পটবয়দের দু বেলা অন্নের চিন্তা আর করতে হবে না, এমনটাই জানা গিয়েছে বলিউড সূত্রে।