অবশেষ জামিন পেলেন প্রযোজক সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের অন্যতম কর্ণধার শ্রীকান্ত মেহতা। কটক হাইকোর্টে তিনি জামিন পেয়েছেন। জামিন পাওয়ার পর আগামী বুধবার শ্রীকান্ত মেহতা কলকাতায় এসে পৌঁছবেন বলে খবর। তবে জামিন শর্তাধীন। রোজভ্য়ালি চিটফান্ড মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। ২০১৯ সালে দক্ষিণ কলকাতায় নিজের অফিস থেকে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন শ্রীকান্ত। শ্রীকান্তের বিরুদ্ধে অভিযোগ ছিল, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর কাছ থেকে তিনি ধাপে ধাপে ৭ কোটি টাকা নিয়েছিলেন ছবি তৈরির জন্য। কিন্তু কোনও ফিল্মই তৈরি করেননি। আবার টাকাও ফেরত দেননি। বহুবার তদ্বির করেও লাভ হয়নি। এরপরেই সিবিআই তদন্তের দায়িত্ব নিয়ে শ্রীকান্তকে গ্রেফতার করে। সূত্রের খবর, ৭ কোটি টাকা ফেরত দেওয়ার মূল শর্তেই শ্রীকান্তর জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে একইভাবে সারদার নেওয়া টাকা ফেরত দেওয়ার শর্তে সিবিআই গ্রেফতারি এড়ান মিঠুন চক্রবর্তী ও শতাব্দী রায়। তাঁরা তা ফেরতও দেন।