আপকামিং ছবি ‘থর’-এর শুটিং করতে রাজস্থানে রয়েছেন ফতিমা সানা শেখ। শুটিং সেটেই জন্মদিন পালন করলেন ফতিমা সানা শেখ। শুটিংয়ের জন্য এই মুহূর্তে রাজস্থানের পালি জেলার নারলাই ফোর্টে রয়েছেন ফতিমা। সেখানে উপস্থিত ছিলেন অনিল কাপুর, মুক্তি মহানসহ একাধিক তারকা। তাঁর আপকামিং ছবির কলাকুশলীরা সবাই সেখানেই রয়েছেন। ছবির কলাকুশলীদের সঙ্গে তরোয়াল দিয়ে কেক কেটে এবার জন্মদিন পালন করলেন ফতিমা। কেক কাটার পর তা সবার প্রথমে অনিল কাপুরকে খাইয়ে দেন তিনি। কেকের পাশাপাশি তাঁর জন্মদিনে রাজস্থানের আমেজ তুলে ধরতে লোকগীতির আয়োজনও করা হয়েছিল।