করোনা কলার টিউন থেকে সরছে অমিতাভ বচ্চনের কণ্ঠ

এতদিন কলার টিউনে করোনা নিয়ে সরকারি সচেতনতার বার্তা শোনাতেন অমিতাভ বচ্চন। কিন্তু এবার থেকে আর তাঁর গলা শোনা যাবে না। শোনা যাবে এক মহিলার গলা। এবারের বার্তাও হবে নতুন। জানা গেছে, এই মহিলাকণ্ঠ নামী বাচিক শিল্পী জসলিন ভল্লার। কিছুদিন আগে এক ব্যক্তি কলার টিউনে বচ্চনের কণ্ঠ তুলে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন। তাঁর প্রশ্ন, অভিনেতা নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন, ফলে তাঁর কণ্ঠে বার্তা দেওয়া কতটা যুক্তিযুক্ত। এছাড়াও কাউকে ফোন করলেই বচ্চনের গলা শুনতে শুনতে বিরক্তি এবং একঘেয়েমি আসে, এমন দাবিও কম ওঠেনি। সম্ভবত সবকিছু মিলিয়েই এবার বদল আনা হল। তবে করোনার বার্তা যে জসলিন প্রথমবার দেবেন তা নয়। তাঁর কণ্ঠও সেই মার্চ মাস থেকে শোনা গেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যেত কিংবদন্তি অভিনেতার গলা। এবার নতুন বার্তা নিয়ে হাজির হবেন জসলিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *