সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৬তম জন্মদিনে ‘অভিযান’ ছবির টিজার প্রকাশ করলেন পরমব্রত, শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

বাংলা সিনেমার অন্যতম সেরা অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আজ ৮৬তম জন্মদিন। অভিনয়, নাটক লেখা, কবিতা লেখা ও পাঠ করা সব ক্ষেত্রেই তাঁর অবদান অনস্বীকার্য। কিংবদন্তি অভিনেতার অভিনয় জীবনের পাশাপাশি ব্যাক্তি জীবনেও ভরে আছে নানা রঙের ছাপ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন কাহিনী বড় পর্দায় তুলে ধরবেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম দিয়েছেন ‘অভিযান’। ছবিতে কম বয়সী সৌমিত্রের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। আর বয়স্ক চরিত্রে অভিনয় করেছেন স্বয়ং সৌমিত্র। এই ছবির শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। তারপর আর ফেরা হয়নি তাঁর। চলচ্চিত্র উৎসবের সময়েই পরিচালক জানিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতার জন্মদিনের দিনেই ‘অভিযান’ সিনেমার টিজার প্রকাশ করবেন। সেই মতো আজ ‘অভিযান’-এর টিজার পোস্ট করেন পরমব্রত। বাবার জন্মদিনে নিজের ফেসবুক প্রোফাইলে সৌমিত্র-কন্যা পৌলমী লেখেন, ‘আজ এত মন খারাপ হবে সত্যিই ভাবতে পারিনি… রাশি রাশি মন খারাপ কোথা থেকে যেন আমায় গ্রাস করেছে… বাপি… তুমি কোথায়… খুব মিস করছি তোমাকে… আজ আর কিছুই ভাল লাগছে না।’ কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে টুইটারে মনের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু’টি টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘সৌমিত্র (দা) চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁর কথা মনে পড়ছে। তিনি এমন একজন কিংবদন্তি ছিলেন যিনি প্রত্যেক কাজে নিজের দক্ষতার ছাপ রেখে গিয়েছে। আমরা তাঁর উজ্জ্বল উপস্থিতি মিস করি। সম্প্রতি সৌমিত্রদার আঁকা ছবি, সিনেমার পোস্টার এবং ডিজাইন করা পোশাকের একটি প্রদর্শনী উদ্বোধন করার সৌভাগ্য হয়েছিল। তাঁর পরিবারের সদস্যদের আন্তরিকতায় মুগ্ধ হয়েছে।’

Abhijaan | Official Teaser | Soumitra Chatterjee | Jisshu | Parambrata | Basabdatta| Sohini Sengupta

Here’s a glimpse into the life of the legendary, #SoumitraChatterjee. Presenting the teaser of our most special project, #Abhijaan.bit.ly/Abhijaan_TeaserRatanShree Nirman RoadshowFilms Jisshu U Sengupta Paoli Dam Rudranil Ghosh #SohiniSarkar Tuhina Das Tridha Choudhury #AritraSen

Posted by Parambrata Chattopadhyay on Monday, 18 January 2021

Aaj eto mon kharap hobe satyi bhabte parini… Rashi rashi mon kharap kotha theke jeno eshe amai graash koreche… Bapi … tumi kothai… khub miss korchi tomai… aaj r kichui bhalo lagche na

Posted by Poulami Bose on Monday, 18 January 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *