২০১৭-তে মুক্তি পেয়েছিল তামিল ছবি ‘বিক্রম বেদা’। সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন ও বিজয় সেতুপতি। সৎ পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে দেখা গিয়েছিল মাধবনকে। অন্যদিকে গ্যাংস্টার বেদার চরিত্রে অভিনয় করেছিলেন বিজয়। এবার ‘বিক্রম বেদা’-র হিন্দি রিমেক হতে চলেছে। সেখানে পুলিশের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। আর গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন হৃত্বিক রোশন। এই প্রথমবার হৃত্বিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সইফ। ছবিতে একজন নিপাট ভালো মানুষের চরিত্রে দেখা যাবে সইফকে। আর এই ধরনের চরিত্র করতে পেরে খুবই খুশি বলে জানিয়েছেন তিনি। ‘বিক্রম বেদা’ নিয়ে কথা বলার সময় সইফ বলেন, “এই ছবিতে একজন আদর্শ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে আমাকে। সেই চরিত্রকে কীভাবে আরও সুন্দর করে তোলা যায় তার চেষ্টা করব। তবে একজন ভালো মানুষের চরিত্রে অভিনয় করতে পারাটা আমার কাছে একটা বড় পরিবর্তন।” বেদা এমন একজন গ্যাংস্টার যাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু, প্রতিবারই সুযোগ বুঝে জেল থেকে পালিয়ে গিয়েছে সে। আর বিক্রমের মতো একজন সৎ পুলিশ অফিসারের দৌলতে কখনও বেশি দিনের জন্য সে পালিয়ে বাঁচতে পারেনি। ছবিটি পরিচালনা করবেন পুস্কর-গায়েত্রী। প্রযোজনা করবেন নীরজ পান্ডে। শীঘ্রই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।