টাবুর জন্য পিছোচ্ছে ভুল ভুলাইয়া-২ এর শ্যুটিং!

২০২০-র শুরুতেই ‘ভুল ভুলাইয়া-২’-এর কাজ শুরুর কথা ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা। পরিচালক আনিজ বাজমি পরিচালিত এই ছবির প্রযোজনা করছেন ভূষণ কুমার। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল জুলাই ২০২০-তে। কিন্তু প্যানডেমিক ও একাধিক সমস্যার জন্য শ্যুটিং শেষ করতে না পারায় বর্তমানে জুলাই ২০২১-এ শ্যুটিংয়ের বাকি অংশ শেষ করার কথা চলছে। বেশ কিছু দিন ধরেই চর্চায় রয়েছে ‘ভুল ভুলাইয়া ২’। প্রথমে শোনা গিয়েছিল এই বলিউড সিক্যুয়েলে বিদ্যা বালন -এর ‘আমি যে তোমার’ নাচের অংশে দেখা যাবে বিখ্যাত অভিনেত্রী টাবু-কে। কিন্তু এবার শোনা যাচ্ছে, সিনেমায় অন্যান্য চরিত্রেও তাঁকে দেখা যেতে চলেছে। অর্থাত্‍ কার্তিক আরিয়ান, কিয়ারা আদবানি-র সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই বলিউড ডিভা। খবর সত্যি হলে রিপোর্ট বলছে, তাঁর জন্য নাকি গোটা শ্যুটিংয়ের ডেটও পিছিয়ে দেওয়া হয়েছে। আর সেই নিয়েই চলছে বিস্তর টানাপোড়েন।  সেই মতো মার্চ পর্যন্ত বেশ কিছু দৃশ্য শ্যুটও করা হয়ে যায়। কিন্তু প্যানডেমিকের জন্য পিছিয়ে যায় প্রজেক্ট। পরে আনলক শুরু হলে অক্টোবরে সিনেমার শ্যুটিং শুরু করার কথা হয়। তবে, সে বারও কিছু অজানা কারণের জন্য আবারও পিছিয়ে যায় শ্যুটিং শুরুর কাজ। জানা যায়, ডিসেম্বরে আবারও কাজ শুরু হবে। কিন্তু সেখানেও কিছু বাধা আসায় জানুয়ারি ২০২১ থেকে শ্যুটিং শুরুর কথা হয়। কিন্তু বেশ কিছু রিপোর্ট বলছে, টাবুর সঙ্গে ডেট নিয়ে সমস্যা হওয়ায় জানুয়ারির ডেটও পিছিয়ে দিতে হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, টাবু না কি শেষে জানিয়েই দিয়েছিলেন এই প্রোজেক্টে তিনি আর কাজ করতে পারবেন না। কিন্তু এই সিনেমায় তাঁর গুরুত্বপূর্ণ চরিত্র থাকায় তাঁকে ছাড়া শ্যুটিং শুরু সম্ভব হয়নি। ফলে আগামী জুলাই মাস থেকে এর শ্যুটিং শুরু হতে চলেছে। ভুল ভুলাইয়া সিনেমাটি প্রথম রিলিজ করে ২০০৭ সালে। সিনেমায় বিদ্য়া বালন, অক্ষর কুমার, শাইনি আহুজা-র সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায় অমিশা পটেল , পরেশ রাওয়াল, আসরানি, রাজপাল যাদব-কে। ১৯৯৩ সালে তৈরি করা মলয়ালম ছবি মনিচিত্রাথাজু-র রিমেক ছিল এটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *