রুক্মিণী মৈত্রর মা নাকি জুন মালিয়া! না, রিয়েলে নয়, রিলে এমনটাই ঘটতে চলেছে। পর্দায় এবার রুক্মিণীর মায়ের ভূমিকায় দেখা যাবে জুনকে। সৌজন্যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবি ‘কিসমিস’। প্রযোজক হিসেবে নিজের জার্নি শুরু করার পর সব সময়ই নতুন কিছু করার চেষ্টা করেছেন দেব। এই ছবিও ব্যতিক্রম নয়। তাঁর এবং রুক্মিণীর লুক আগেই প্রকাশিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই ছবি থেকেও নতুন কিছু পাওয়ার আশায় রয়েছেন দর্শক। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির মাধ্যমেই নতুন মা-মেয়ের জুটিকে পাবেন দর্শক। তবে নিজের চরিত্র নিয়ে এখনই বেশি কিছু বলতে চাইলেন না জুন। তাঁর কথায়, “এই ছবিতে কমলেশ্বর আমার স্বামীর চরিত্রে অভিনয় করছেন। পেশায় তিনি চা বাগানের মালিক। আর আমার চরিত্রটা কনভেন্টে পড়া এক মহিলার। রুক্মিণী আমার মেয়ে।” রুক্মিণীর মা হিসেবে নিজেকে ভাবতে কেমন লাগছে হেসে জুন জবাব দিলেন, “খুব একটা খারাপ লাগছে না, খারাপ লাগার কথাও নয়।” ২০২০-এর পুজোতে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির জন্য সব কিছু পিছিয়ে যায়। এখনও পর্যন্ত যা খবর, চলতি বছরের মে মাসের পরে শুটিং শুরু হতে পারে। তবে ছবি মুক্তির বিষয়ে এখনও কিছু ভাবেননি নির্মাতারা।