আজ সুশান্ত সিং রাজপুতের জন্মদিন। বেঁচে থাকলে আজ তিনি ৩৫-এ পা দিতেন। সুশান্তের জন্মদিনে তাঁর দিদি শ্বেতা জানান, তিনি ভাইয়ের অপূর্ণ ইচ্ছে পুরণ করবেন। আদরের ভাইয়ের জন্মদিনে আবেগতাড়িত দিদি শ্বেতা সিং কীর্তি। পরিবারের সঙ্গে কাটানো সুশান্তের কয়েক টুকরো মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্বেতা। মাকে তাঁরা অনেক আগেই হারিয়েছেন, তবে বাবা এবং ৪ দিদিকে নিয়েই ছিল অভিনেতার পরিবার। সকলের ছোট হওয়ার কারণে দিদিদের বড় আদরের ছিলেন সুশান্ত। জন্মদিনে দিদি শ্বেতার পোস্টে তাই দিদি এবং ভাগ্নী, ভাগ্নেদের সঙ্গে ধরা পড়লেন সুশান্ত। ছবি পোস্ট করে শ্বেতা লিখেছেন, ”ভালোবাসা রইল ভাই, তুমি আমারই অংশ, আর চিরকাল থাকবে।” এই ক্যাপশানের সঙ্গে হ্যাশ ট্যাগে শ্বেতা দিয়েছেন ‘সুশান্ত ডে’ #SushantDay অর্থাৎ সুশান্তের দিন। সুশান্তের জন্মদিনে মহাকাশবিজ্ঞান (জ্যোর্তিবিজ্ঞান, পদার্থবিদ্যা) নিয়ে যাঁরা পড়াশোনা করতে চায় সেই মেধাবী ও দুঃস্থ ছাত্রছাত্রীদের জন্য ৩৫ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ২.৫ লক্ষ টাকা) স্কলারশিপ দেওয়ার কথা জানিয়েছেন শ্বেতা। আমারিকার ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়ে সুশান্ত সিং রাজপুত স্মৃতিতে একটি ফান্ড গঠন করা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয় জোর্তিপদার্থবিদ্য়া নিয়ে পড়তে আসা মেধাবী ছাত্ররা স্কলারশিপ পাবেন এই ফান্ড থেকে। প্রসঙ্গত, সুশান্তের স্বপ্ন ছিল মেধাবী ও দুঃস্থ শিশুরা নাসায় প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। ভাইয়ের ইচ্ছার কথা মাথায় রেখেই এই ঘোষণা করেন শ্বেতা সুশান্তের মৃত্যুর পর এই প্রথম তাঁর জন্মদিন উপলক্ষ্যে অনুরাগীরা তাঁকে স্মরণ করছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর জন্মদিন চোখে জল নিয়ে পালন করছেন অনুরাগীরা। প্রয়াত অভিনেতার ৩৫-এর জন্মদিনে ট্যুইটারে ফের ট্রেন্ড করতে শুরু করেছে ‘জাস্টিস ফর সুশান্ত’ নামের সেই পুরনো হ্যাশট্যাগ। অভিনেতার মৃত্যুর পর থেকেই জাস্টিস ফর সুশান্ত হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ শুরু করেন প্রয়াত অভিনেতার অনুরাগীরা। যা এখনও অব্যাহত। সুশান্তের মৃত্যুর পর প্রথম জন্মদিনে ফের ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে জাস্টিস ফর সুশান্ত নামের ওই হ্যাশট্যাগ। সুশান্তের জন্মদিনে যখন অনুরাগীরা চোখে জল নিয়ে তাঁকে স্মরণ করছেন, সেই সময় পুরনো ভিডিয়ো শেয়ার করলেন অঙ্কিতা লোখন্ডে। যেখানে পোষ্য স্কচের সঙ্গে খেলতে দেখা যায় সুশান্তকে। স্কচ কীভাবে যে ‘মিস’ করে, তা ফের প্রকাশ্যে তুলে আনেন প্রয়াত অভিনেতার এক সময়ের বান্ধবী। ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ব্যান্দ্রার ফ্ল্যাটে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। মৃত্যুর সময়ে তিনি ছিলেন ৩৪-এর যুবক। ১৪ জুনের পর থেকে প্রায় প্রতিদিনই সুশান্তের মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আনা হোক বলে দাবি জানাতে শুরু করেন দেশ, বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ।