নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়া হাউসের অনুষ্ঠানে যোগ দেবেন ঊষা উত্থুপ, পাপন, সোমলতা এবং অন্বেষা-সহ আরও অনেকে

নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মজয়ন্তীতে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিক্টোরিয়া হাউসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশ নেবেন ঊষা উত্থুপ, পাপন, সোমলতা এবং অন্বেষা-সহ আরও অনেকে। শনিবার ঠিক দুপুর সাড়ে তিনটে নাগাদ আলিপুরের জাতীয় গ্রন্থাগারে এসে পৌঁছবেন মোদি। আর্টিস্ট ক্যাম্প পরিদর্শনের পর যোগ দেবেন একটি আলোচনা সভায়। ঠিক ৪.১৫ নাগাদ ভিক্টোরিয়ার উদ্দেশে রওনা দেবেন। নেতাজি নিয়ে তৈরি গানের উপরেই রাজস্থান এবং বাংলার ড্রামবাদকদের অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হবে প্রধানমন্ত্রীকে। ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলার ৫০-৭৫ জন শিশুদের দিয়েই শুরু হবে অনুষ্ঠান ‘কদম কদম বাড়ায়ে যা’। এরপর মঞ্চে দেখা যাবে ঊষা উত্থুপকে। তিনি ‘একলা চলো রে’ গান পরিবেশন করবেন। ঠিক তারপর ‘সুভাষজি সুভাষজি’ গান পরিবেশন করবেন পাপন। ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গান পরিবেশন করবেন সৌম্যজিত্‍ এবং সৌরেন্দ্র। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ৫.২১ নাগাদ প্রদীপ প্রজ্জ্বলন হবে। তারপর একে একে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দেবেন। ৫টা ৪১ নাগাদ ‘লেটার অফ নেতাজি (১৯২৬-১৯৩৬)’ বই প্রকাশ হবে ওই মঞ্চে। দশজন শহিদকে সম্মান জানানো হবে। ৫.৫৭ নাগাদ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ধে ৬.৪৫ নাগাদ ওই মঞ্চে জাতীয় সংগীত পরিবেশন করবেন একাধিক শিল্পী। ঊষা উত্থুপ, পাপন, সৌম্যজিত্‍, অন্বেষা, সোমলতা-সহ আরও অনেকেই যোগ দেবেন তাতে। অনুষ্ঠান শেষে সন্ধে ৬.৫৯ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *