কড়া নিরাপত্তার মধ্যে বিয়ে সারলেন বরুণ-নাতাশা

বিগত কয়েকদিন ধরেই বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের বিয়ে নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালাল-এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বরুণ। আজ আলিবাগের ম্যানশন হাউজে বসেছিল বরুণ-নাতাশার বিয়ের আসর। সন্ধে ৬.৩০মিনিট থেকে শুরু হয় বিয়ে। হিন্দুমতে বিয়ে করলেন বরুণ নাতাশা। বিয়ের পর সোশ্যাল হ্যান্ডলে নিজের বিয়ের ছবি শেয়ার করেন বরুন। বিয়েতে উপস্থিত ছিলেন পরিবার, বরুণ ও নাতাশার ঘনিষ্ঠ বন্ধুরা এবং ইন্ডাস্ট্রির কয়েকজন তারকা। তাঁদের মধ্যে ছিলেন করণ জোহর, মণীশ মলহোত্রা, জোয়া মোরানি, কুণাল কোহলি সহ আরও অনেকে। তবে কোভিডের কথা মাথায় রেখে বিয়েতে ছিল বেশ কিছু স্বাস্থ্যবিধি। বিয়েতে কোভিডের কথা মাথায় রেখে ৫০ জনের বেশি অতিথিদের নিমন্ত্রণ করা হয়নি বলে জানা যাচ্ছে। বিয়েতে ছিল বিশেষ কিছু নিষেধাজ্ঞা। অনুমতি ছিল না ক্যামেরা ব্যবহারের। সিল করা হয় মোবাইলও। বিয়েতেও সকলে সমস্ত স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না সেই বিষয়েও নজর রাখা হবে। বেশ কিছু ডিসইনফেকশন মেশিন রাখা হয়েছে। এছাড়াও বিয়েতে থাকছে মাস্ক ও স্যানিটাইজারের কাউন্টার। এমনকি বিয়েতে উপস্থিত থাকার আগে দেখাতে হয়েছে কোভিড রিপোর্টও।

https://www.instagram.com/p/CKb3BcTBEMs/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *