গত ২৩ জানুয়ারি নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠান শেষ হওয়ার পর নিজের ট্যুইটার হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভিক্টোরিয়ার মতো হেরিটেজ ভবনে অনুষ্ঠানের পর কীভাবে সেখানে যত্রতত্র খাবারের প্যাকেট, নোংরা ফেলে পরিবেশ দূষিত করা হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন মিমি। শুধু তাই নয়, ভিক্টোরিয়া মেমোরিয়ালে যদি অনুষ্ঠানের আয়োজন করা হয়, তা শেষের সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত বলেও মন্তব্য করেন মিমি। অভিনেত্রী সংসাদের কথায়, ভিক্টোরিয়া মেমোরিয়ালে খাবার নিয়ে ঢোকা যায় না বলেই জানেন তিনি। তাহলে নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানের পর কেন হেরিটেজ ভবনটি দায়িত্ব নিয়ে পরিষ্কার করা হল না, তা নিয়ে প্রশ্ন তোলেন যাদবপুরের সাংসদ। শুধুমাত্র ‘আপনাদের’ জন্যই কি নিয়ম ভাঙা যায় বলেও তোপ দাগেন মিমি। যদিও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মিমির ক্ষোভ প্রকাশের পরও এ বিষয়ে পালটা কাউকে মন্তব্য করতে শোনা যায়নি।