আজ গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস। ২৬ জানুয়ারি সকালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানাতে শুরু করেন তারকারা। দেব থেকে মিমি, টলিউড তারকাদের প্রত্যেকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিও শেয়ার করে ‘জয় হিন্দ’ বলে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেসের সাংসদ দেব অধিকারী। দেবের পাশাপাশি মিমি চক্রবর্তীও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী বলেন, কেউ যেন কারও কণ্ঠরোধ করতে না পারেন। প্রত্যেকে যেন সৎ, শ্রদ্ধাশীল হতে পারেন একে অপরের প্রতি, প্রজাতন্ত্র দিবসে সেই অঙ্গীকারই করা হোক বলেও মন্তব্য করেন মিমি।