অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। ভোর ৬টায় ছেলে ভিয়ানকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন রাজ। ভোরবেলায় বেরিয়ে অসহায়, গৃহহীন মানুষদের সাহায্য করেন রাজ। ছেলেকে নিয়ে ওই গৃহহীন মানুষের কম্বল দিয়ে সাহায্য করেন শিল্পার শিল্পপতি স্বামী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন শিল্পার শিল্পপতি স্বামী রাজ কুন্দ্রা। রাজ কুন্দ্রার ওই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা। শিল্পার স্বামী বলেন, মাথার উপর ছাদ, প্লেটে অনায়াসে খাবার নিয়ে কখনও অসহায় মানুষদের দুঃখ, দুর্দশা অনুভব করা যায় না। সেই কারণেই ছেলেকে নিয়ে ভোর ৬টায় বেরিয়ে রাস্তার অসহায় মানুষদের পাশে দাঁড়ান তাঁরা। সমস্ত প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে গৃহহীন মানুষরা কীভাবে জীবনযাপন করেন, তা বোঝার জন্যই ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন বলেও জানান রাজ কুন্দ্রা। এদিকে রাজ কুন্দ্রা এবং ভিয়ানের ওই ভিডিওতে শিল্পা শেট্টিকে দেখা যায়নি।
https://www.instagram.com/p/CKftnQGgdxo/?utm_source=ig_web_copy_link