বেশকিছুদিন ধরেই এখন ‘পেজ থ্রি’র শিরোনামে রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। টলিপাড়ায় গুঞ্জন তিনি নাকি সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও বরাবরই বিতর্ক এড়িয়েই চলার চেষ্টা করছেন যশ। প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। মুখে কিছু না বললেও গিটারের সুরে অনুরাগীদের ভাসালেন অভিনেতা। ঝড় তুললেন ‘বেলা চাও’-এর সুরে। ”প্রেম সময় দেখে আসে না, প্রেমের মধ্যে বাঁচতে হয়।” ‘মানি হাইস্ট’ ওয়েব সিরিজটি যাঁরা দেখেছেন, তাঁরা এই ডায়ালগটির সঙ্গে বেশ পরিচিত। এবার সেই সুরেই সুর মেলালেন যশ। তাঁর গিটারে উঠে এল ‘বেলা চাও’-এর সেই পরিচিত সুর।
https://www.instagram.com/p/CKddBX0B2HI/?utm_source=ig_web_copy_link