টলিউডে শেখর ঘোষের হাত ধরে আসতে চলেছে আরো এক থ্রিলার ছবি। ছবির নাম ‘সিন্ডিকেট।’ এটি টলিউডে পরিচালকের প্রথম কাজ। পাশাপাশি এই ছবির হাত ধরেই টলিপাড়ায় আসতে চলেছে নতুন জুটি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায় ও শৌরসেনী মৈত্রকে। পরিচালনায় নতুন হওয়ার পাশাপাশি তিনি নিজের ছবিতে রাখছেন একদম ফ্রেশ জুটিকে। এছাড়াও তাদের পাশাপাশি পার্শর্বতী চরিত্রে অভিনয় করবেন শান্তিলাল মুখোপাধ্যায়, চন্দন সেন এবং আরও অনেক তারকারা।পরিচালক নিজের জীবনের গল্প তুলে ধরবেন ছবির মধ্য দিয়ে। মানুষের মধ্যে এখন সবকিছুতেই একটা গাছাড়া ভাব। বাস্তবটা জেনেও কেউ মাথা ঘামাতে চান না। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘প্রতিদিন খবরের কাগজের পাতায় হেডলাইন দেখতে পাই শয় শয় মানুষ মারা যাচ্ছে। তা দেখেও কারোর কোনো হেলদোল নেই। কয়েক সেকেন্ডের জন্য ভাবি। তারপর আবার ভুলে যাই। কেউ কারোর খোঁজ রাখি না। এটাই হয়তো নিউ নরমাল। এই সমস্ত রকম ভাবনা নিয়েই তৈরি হচ্ছে এই ছবি।’ এর পাশাপাশি পরিচালক জানায়, তার ছবিতে যারা অভিনয় করছেন তাদের সাথে কাজ করতে পারা তার কাছে পরম প্রাপ্তির। তার কথায়, ‘আমার ছবির চরিত্রে কেও সাদা বা কেও কালো নয়। সবাই গ্রে। কাউকে আলাদা করে দেখি না।’ এছাড়া তার ছবি হবে একেবারে বাঙালিয়ানায়। এ বছরই রিলিজ হবে ‘সিন্ডিকেট’। ইতিমধ্যে শুরু হয়েছে তার শুটিং।