ওটিটি প্ল্যাটফর্মের তালিকায় নয়া সংযোজন ‘হিপ্পিক্স’

বিনোদনের ক্ষেত্রে বা ছবি দেখার ক্ষেত্রে আমরা এখন অনেক বেশি অভস্ত্য হয়ে পড়েছি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে। বিশ্বের দরবারে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘হিপ্পিক্স’ নিয়ে এলেন রূপক চট্টোপাধ্যায়। আগামী দিনে এই ওটিটি প্লাটফর্মের গ্রাহকদের জন্যে শুধু ছবিই নয় থাকবে ‘হিপ্পিক্স’ অরিজিনাল ডকুমেন্টারি, ওয়েব সিরিজ, মিউজিকাল শো, ফুড ব্লগ এর মতন কনটেন্টও। গত শনিবার ছিল এই প্ল্যাটফর্মের শুভ সূচনা অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, জয়া আহসান, অনিন্দ সরকার, সুদেষ্ণা রায়, চৈতি ঘোষাল ছাড়াও টলি পাড়ার বহু পরিচিত মুখ।

Hippiix Launch Event 2021 | Be Young Be Excited | Exclusive Moments Captured | Live Now | Rituparna Sengupta Jaya Ahsan Chaiti Ghoshal #RupakChatterjee #Hippiix #BeYoungBeExcited #LiveNow #entertainment

Posted by Hippiix on Monday, 1 February 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *