ফের একবার নেটিজনেদের আক্রমণের মুখে পড়লেন মধুমিতা সরকার। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিভিন্ন কুকথার মুখে পড়তে হয়েছে মধুমিতাকে। ফেসবুকে খোলামেলা পোশাক পড়ে ছবি শেয়ার করে সমালোচনার মুখে পড়লেন মধুমিতা। মঙ্গলবার ফেসবুকে ছবি শেয়ার করার পর থেকেই একের পর এক কুকথা বলে আক্রমণের মুখে পড়তে হয় মধুমিতাকে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীকে যেভাবে কটাক্ষ করা হয়,তা দেখে নেট জনতার মধ্যে জোরদার আলোচনা শুরু হয়ে যায়। কখনও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে, আবার কখনও অভিনেত্রীর ছবির নীচে একের পর এক অশ্লীল মন্তব্য জুড়ে দেওয়া হয়। যদিও একের পর এক সমালোচনা এবং কটাক্ষের মুখে পড়েও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করতে দেখা যায়নি মধুমিতা সরকারকে।