করোনার জেরে বাতিল করা হল রাজীব কাপুরের চৌথা (শ্রাদ্ধের কাজ)। কোভিড পরিস্থিতিতে কেউ যাতে অসুস্থ না হয়ে পড়েন, সেই কথা মাথায় রেখেই পরিবারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনই জানান নীতু কাপুর। রাজীব কাপুরের ছবি শেয়ার করে নীতু জানান, মহামারী যখন থাবা বসিয়েছে, সেই সময় নিরাপত্তার কথা মাথায় রেখেই রাজীব কাপুরের শ্রাদ্ধের অনুষ্ঠান বাতিল করা হল। রাজীবের আত্মা যাতে শান্তি পান, তার প্রার্থনা করেন নীতু। পাশাপাশি রাজীবের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে, রাজ কাপুরের গোটা পরিবার তা পূরণ করতে পারবে না বলেও শোক বার্তায় জানান নীতু কাপুর।
https://www.instagram.com/p/CLGYSg8gWWk/?utm_source=ig_embed