টলিউডের নায়ক ঋদ্ধি সেনের প্রথম পরিচালিত শর্ট ফিল্ম ‘কোল্ডফায়ার’ দেখানো হবে মাদ্রিদ ফিল্ম ফেস্টিভ্যালে। নবারুণ ভট্টাচার্যের ছোটো গল্প অবলম্বনে তৈরী এই শর্ট ফিল্ম। সম্প্রতি ২৬তম কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে শর্ট ফিল্ম ও ডকুমেন্ট্রি পানোরমা সেকেশনে দেখানো হয় ‘কোল্ডফায়ার।’ এখানেই দর্শকের প্রশংসা কুড়িয়েছেন ঋদ্ধি সেন এই ছবির মাধ্যমে। লকডাউনের পর থেকে নিজের হাতে শর্ট ফিল্ম বানানোর পরিকল্পনা অবশেষে সফল হয়। শর্ট ফিল্ম হলেও ছবিতে সিনেমাটোগ্রাফি, গান, কস্টিউম সবেতেই ছিল একেবারে নতুনত্ব। ছবির সিনেমাটোগ্রাফি করেছেন তিয়াস সেন, সঙ্গীত পরিচালনা করেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। এবং কস্টিউম ডিসাইন করেছেন ডিজাইনার সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেনের এই শর্ট ফিল্মের গল্প বর্তমান সমাজে শ্রেণী সংগ্রামের বর্তমান চিত্র নিয়ে। গল্পের ভাবনা আসে ঋদ্ধি সেনের দাদু মারা যাওয়ার সময় ২০১৭ সালে স্মশানে শেষ কৃত্য করতে গিয়ে। সেখানের বাস্তব চিত্র তার মনে ব্যাপক প্রভাব ফেলে। সেই ঘটনার পর থেকেই মাথায় আসে এমন গল্প। তার পরেই এই ছবি তৈরির কথা ভাবেন ঋদ্ধি। ছবিতে একজন ব্যবসায়ীর কাছে এক সেলসম্যান ‘কোল্ডফায়ার’ নামক এক যন্ত্র নিয়ে আসে বিক্রির জন্য। যেই যন্ত্র দিয়ে নাকি মানুষের শেষ কৃত্য করতে সক্ষম। ঋদ্ধি সেন পরিচালিত এই শর্ট ফিল্মে ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋদ্ধির বাবা কৌশিক সেন কে। এবং সেলসম্যানের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় বেতার পরিচালক সোমক ঘোষকে। এছাড়াও পার্শবর্তী চরিত্রে দেখা যাবে রেশমি সেন, কৌশিক চ্যাটার্জী কে।