টেলিভিশনের পর্দায় জুটি বাঁধতে চলেছে শাহির শেখ এবং এইশা সিং। প্রথমবারের জন্য একসঙ্গে দেখা যাবে শাহির ও এইশাকে। ধারাবাহিকটি প্রোযজনা করছেন একতা কাপুর। একজন চিকিৎসক ও গ্রামের এক সাদামাটা মেয়ের প্রেম নিয়েই আবর্তিত হবে এই সিরিয়ালের গল্প। তবে সিরিয়ালের গল্প ও সম্পূর্ণ কাস্টিং নিয়ে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি। নির্মাতাদের তরফেও তেমন কিছু জানানো হয়নি।