সম্প্রতি ধাকড়-এর শ্যুটিং শুরু করেন কঙ্গনা রানাউত। কিন্তু মধ্যপ্রদেশের বেটুলে ধাকড়-এর শ্যুটিংয়ে বাধা দেওয়া হচ্ছে তাঁকে। সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে একের পর এক কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়েন কঙ্গনা রানাউত। কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা কেন রিহানার বিরুদ্ধে মুখ খুলে তাঁকে কটাক্ষ করলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন একাধিক তারকা। এমনকী, আন্দোলনের সঙ্গে যুক্ত কৃষকদের ‘জঙ্গি’, ‘সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ করায়, কঙ্গনার বিরুদ্ধে পালটা এফআইআরও দায়ের করেন কর্ণাটকের এক আইনজীবী। এবার কঙ্গনা কেন কৃষক আন্দোলনকে সমর্থন করছেন না, সেই প্রশ্ন করে ঘিরে ফেলা হয় অভিনেত্রীর শ্য়ুটিং স্পট। কঙ্গনা যতক্ষণ না পর্যন্ত কৃষকদের সমর্থনে কথা বলছেন, ততক্ষণ সেখান থেকে কেউ সরবেন না বলেও স্পষ্ট জানানো হয়। বেটুলের স্থানীয় কংগ্রেস বিধায়কের নেতৃত্বে তাঁর শ্যুটিং স্পটে হাজির হয়ে যান অনেকে। এরপরই কঙ্গনাকে গাড়ি পালটে, সেখান থেকে বের হতে হয়। পাশাপাশি মধ্যপ্রদেশে কঙ্গনা যেখানে থাকছেন, সেখানেও বাড়ানো হয় পুলিসি নিরাপত্তার বহর। আন্দোলনকারীরা যাতে কোনওভাবে কঙ্গনার কাছে পৌঁছতে না পারেন, সে বিষয়ে করা হয় ব্যবস্থা। ফলে শ্যুটিংয়ের মাঝ পথেই নিরাপত্তা বাড়ানো হয় কঙ্গনা রানাউতের। যে কোনও বিষয়ে মত প্রকাশ করলে কেন কোনও মহিলার সঙ্গে এই ধরনের ব্যবহার করা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন কঙ্গনা রানাউত। মধ্যপ্রদেশে শ্যুটিং করতে গিয়ে কঙ্গনা যেভাবে অবরোধের মুখে পড়ছেন, তা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে ফের তোপ দাগলেন কঙ্গনা রানাউত।