প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘দরবার’-এ হাজির হলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়

মঙ্গলবার সকালে মুম্বইয়ের মাড আইল্যান্ডে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেছেন মোহন ভাগবত। সে নিয়ে জল্পনার রেশ কাটার আগেই টলিউডের ফার্স্ট ম্যান প্রসেনজিত চট্টোপাধ্যায়ের ‘দরবার’-এ হাজির হলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। অমিত শাহকে নিয়ে লেখা তাঁর বই ‘অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি’ উপহার দিলেন অভিনেতাকে। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নানা মহলে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও বিজেপির ভাষায় এই সাক্ষাত শুধুমাত্রই ‘সৌজন্য আলাপচারিতা’। অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের দাবি, তাঁর লেখা বই অমিত শাহ অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি-বইটি অভিনেতার হাতে তুলে দেওয়ার জন্যেই তিনি গিয়েছিলেন। অন্যদিকে, প্রসেনজিতের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি নেতার দাবি, পুরোটাই সৌজন্য সাক্ষাত্‍। ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জন্ম জয়ন্তীতে হাজির হয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চা চক্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে কথাও হয়েছে তাঁর। যদিও অনুষ্ঠানটি সরকারি ছিল। তাও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৈরি হয়েছিল জল্পনা। এবার শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের অধিকর্তা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল প্রসেনজিৎকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *