আজই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন করিনা কাপুর খান

যে কোনও মুহূর্তে কাপুর পরিবারে আসতে পারে সুখবর। শোনা যাচ্ছে, আজই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারেন অভিনেত্রী করিনা কাপুর খান। ইতিমধ্যেই নবাব পরিবারে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর আজ ১৮ ফেব্রুয়ারিতেই মা হবেন করিনা। চতুর্থবারের জন্য বাবা হবেন ছোটে নবাব সইফ আলি খান। দাদা হবে ছোট্ট তৈমুর। নতুন অতিথিকে স্বাগত জানাতে সইফ-করিনার নতুন বাড়িতে একে একে আসতে শুরু করেছেন পরিবারের সদস্যরা। বুধবার বিকেলের পর থেকে করিনার বাড়িতে একে একে আসতে শুরু করেন পরিবারের সদস্যরা। দিদি করিশ্মা কাপুর, মা ববিতা, সইফের প্রথম পক্ষের ছেলে ইব্রাহিম খানের পাশাপাশি নতুন বাংলোতে পৌঁছে যান সইফের বোন সোহা আলি খান। ১৫ ফেব্রুয়ারি মা হতে পারেন এ কথা সাংবাদিকদের জানিয়েছিলেন করিনার বাবা রণধীর কাপুর। তিনি বলেন, “চিকিৎসকরা ১৫ ফেব্রুয়ারি ডেট দিয়েছেন। সে দিনই দ্বিতীয়বারের জন্য মা হতে পারেন বেবো।” ১৫ ফেব্রুয়ারি রাতে রণধীর কাপুরের ৭৪ তম জন্মদিন ছিল। সেদিন রাতে করিনাকে দেখা যায় রণধীরের বাড়িতে যেতে। সেদিন রাতের পরে করিনাকে আর বাড়ির বাইরে দেখা যায়নি। তবে জল্পনা বাড়ে করিনার বাবা-মা, ববিতা এবং রণধীর কাপুরের চার্চে প্রার্থনার ছবি ভাইরাল হতেই। বান্দ্রার মাউন্ট মেরি চার্চে মঙ্গলবার প্রার্থনা করতে গিয়েছিলেন তাঁরা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *