যাদু দেখাতে আসছে ‘ফেলনা’

ছোট পর্দায় যাদু দেখাতে আসছে ‘ফেলনা’। পুরুষতান্ত্রিক সমাজে একজন মহিলাও যে ম্যাজিক দেখানোর কাজকে পেশা হিসাবে বেছে নিতে পারেন সেই বিষয়টাকে মাথায় রেখেই এগিয়েছে নতুন এই সিরিয়ালের চিত্রনাট্য। প্রযোজক হিসাবে রাজ চক্রবর্তী এই নতুন ধারাবাহিকের সম্প্রচারের দিন ও সময় ঘোষণা করলেন। পয়লা মার্চ থেকে রাত সাড়ে আট টায় স্টার জলসায় দেখা যাবে এই সিরিয়াল। নিজের ফেসবুক পেজে অনুরাগীদের জানিয়েছেন তিনি। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন, সুমন্ত মুখোপাধ্যায়, সুদীপ সরকার, কপালকুণ্ডলা ধারাবাহিক খ্যাত দেবজ্যোতি রায়চৌধুরি, রেশমি সেন। দেখা যাবে সপ্তর্ষি, রোশনি, পুষ্পিতাকেও। এছাড়াও ‘ফেলনা’র ছোটবেলার চরিত্রে দেখা অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় মুখ মেঘান চক্রবর্তীকে। ছোট্ট মেঘান টেলি দুনিয়ায় পরিচিতি পেয়েছে পিরিয়ড ড্রামা ‘প্রথমা কাদম্বিনী’ সিরিয়ালে অভিনয় করে। সেখানে তাঁকে দেখা গিয়েছে কাদম্বিনীর ছোটবেলার চরিত্রে অভিনয় করতে। বাঙাল ভাষায় তাঁর সংলাপ বলার ধরন মন কেড়েছিল দর্শকদের। অন্যদিকে রোশনিকে দেখা যাবে ফেলনার বড় বয়সের চরিত্রে। এর আগে ‘হৃদয় হরণ বি এ পাস’ সিরিয়ালে পেখমের চরিত্রে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

আসছে #Falna, 1 মার্চ থেকে সোম – রবি 8:30 PM

আসছে #Falna, 1 মার্চ থেকে সোম – রবি 8:30 PM#StarJalsha #স্টারজলসা

Posted by Star Jalsha on Tuesday, 16 February 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *