ছুটি কাটাতে গোয়া পাড়ি দিয়েছেন পর্নো মিত্র। গোয়া মানেই তার সঙ্গে জলের একটা জমাটি রসায়ন থাকবেই। তা সে সমুদ্রের নোনা জলই হোক বা পাঁচতারা হোটেলের ঝকঝকে স্যুইমিং পুল-ই হোক। স্যুইমিং পুলের জলে শীতের রোদ মেখে সুপার হট একটি ছবি তুললেন পার্ণো। ডিপ নেক কাট একটি ধূসর রঙা মনোকিনি পরে ছবিটি তুলেছেন তিনি। আর গোয়া থেকেই সেই ছবি পোস্ট করলেন নায়িকা। পোস্ট করতেই তা ভাইরাল।