নেট জনতার কটাক্ষের মুখে বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। জলের নীচে গিয়ে ছবি শেয়ার করায় জোরদার আক্রমণের মুখে পড়লেন আলিয়া। তাঁকে ‘যৌনকর্মী’ বলে কটাক্ষ করে নেট জনতার একাংশ। এমনকী, আলিয়া কাশ্যপের ‘রেট’ কত বলেও আক্রমণ করা হয় পরিচালক-কন্যাকে। ধর্ষণ এবং খুনের হুমকিও দেওয়া হয় তাঁকে। সামাজিক মাধ্যমে একের পর এক আক্রমণের মুখে পড়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েন আলিয়া কাশ্যপ। বিকিনিতে ছবি পোস্ট করায় তাঁকে ভারতীয় নাগরিক বলেতে লজ্জা হয় বলেও কীভাবে আক্রমণ করা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন আলিয়া। সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক কুতসিৎ আক্রমণের মুখে পড়ে এ বিষয়ে মুখ খোলেন আলিয়া। নিজের ইউটিউব চ্যানেলে এ বিষয়ে বলতে গিয়ে আলিয়া জানান, কটাক্ষ এবং আক্রমণের মুখে পড়ে প্রথমে ভেঙে পড়েছিলেন তিনি। পরে বিষয়টি বুঝতে পারেন। যাঁরা তাঁকে এভাবে আক্রমণ করছেন, মোবাইল ফোনের পিছনে থেকে কুকর্ম করা ছাড়া তাঁদের অন্য কোনও কাজ নেই। আক্রমণকারীদের নিজের প্রোফাইল থেকে ব্লক করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়া ‘নেগেটিভিটি’ ছড়ানোর জন্য নয়। সামাজিক মাধ্যমে সব সময় ‘পজিটিভ’ মানুষরা থাকুন, সেই কারণেই আক্রমণকারী, সমালোচকদের তিনি ব্লক করে দিয়েছেন বলেও জানান আলিয়া কাশ্যপ।