বিনা মাস্কেই পুরীর জগন্নাথ মন্দিরে কঙ্গনা!

জগন্নাথ দর্শনে সুদূর মুম্বই থেকে পুরীতে চলে এসেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার পুরীর জগন্নাথ মন্দির দর্শনের ছবি প্রকাশ্যে আসে। আর তারপরেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয় বলিউড ‘কুইন’-কে। কারণ, তাঁর মুখে মাস্ক নেই। খোলা মুখেই ঘুরে বেড়ালেন গোটা মন্দির চত্বর। একজন তারকা ব্যক্তিত্বের তরফে এমন কাণ্ডকারখানা একেবারেই আশাতীত। অতঃপর মাস্ক না পড়ার জন্য কটাক্ষের শিকার হতে হল তাঁকে। প্রসঙ্গত, গতকাল পুরীতে পা রেখেই অভিনেত্রী বেশ কয়েকটি টুইটে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যেখানে তাঁর কৃষ্ণ-প্রেম স্পষ্ট। কতক্ষণে সকাল ৬ ঘটিকায় মন্দিরের দ্বার খুলবে, তিনি জগন্নাথ দর্শন করবেন, সেই তর যেন আর সইছিল না কঙ্গনা রানাউতের। টুইটেই তা ব্যক্ত করেছেন অভিনেত্রী। কিন্তু এত উত্তেজনা-উচ্ছ্বাসের মধ্যে মাস্ক পড়লেন না কেন? প্রশ্ন ছুঁড়ে নায়িকাকে কটাক্ষ করেছেন অনেকেই। কেউ বলতে শুরু করেন, কঙ্গনাকে মাস্ক পরতে বলুন, তা না হলে জরিমানা গুনতে হবে তাঁকে। কেউ বলতে শুরু করেন, আশপাশের সবাই যখন মাস্ক পরে ঘুরছেন, সেই সময় কঙ্গনার নাক, মুখ ঢাকা নেই? বলিউডের স্বজনপোষণ, মাদক চক্র নিয়ে যখন বার বার সরব হচ্ছেন, তখন কেন আপনি নিয়ম ভাঙছেন বলে কঙ্গনাকে প্রশ্ন করেন অনেকে। দিদি আপনার মাস্ক কোথায় বলেও কঙ্গনাকে প্রকাশ্য প্রশ্ন করেন অনেকে। যদিও কড়া সমালোচনা এবং আক্রমণের মুখে পড়েও কঙ্গনা এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি। যদিও এই প্রথম নয়, এর আগে মুম্বইতে সিদ্ধিবিনায়ক মন্দিরে মাস্ক ছাড়া গিয়ে সমালোচনার মুখে পড়েন কঙ্গনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *