হঠাৎই নস্টালজিয়ায় ভাসলেন দেব। স্মৃতির পাতা উল্টে কিছুটা পুরনো দিনের পথে হাঁটলেন সাংসদ, অভিনেতা। সুজিত মণ্ডল পরিচালিত ‘সেদিন দেখা হয়েছিল’ সিনেমার শ্যুটিংয়ের দুটি ছবি শেয়ার করলেন দেব। সেখানে দেখা যায় শ্যুটিংয়ের মাঝে রাস্তায় একসঙ্গে বসে চলছে খাওয়া দাওয়া। ছবিতে দেবের সঙ্গে দেখা যাচ্ছে কলাকুশলীদের। মুখ দেখা না গেলেও এই ছবিতে দেবের বিপরীতে গোলাপি পোশাকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে চিনে নিতে অসুবিধা হয় না। তাঁকেও অন্যান্যদের সঙ্গে বসে খেতে দেখা যাচ্ছে। ছবি দুটি পোস্ট করে কিছুটা আবেগতাড়িত ভাষায় দেব লিখেছেন, ”সেদিনের সেই বন্ধন এখন কোথায়? আমরা এক বাসে যাতায়াত করতাম, একসঙ্গে খেতাম, ঘুমাতাম। কেউ নিজের রুমে গিয়ে ঘুমতে যেত না।” শেষে কিছুটা মজা করে লিখেছেন, ছবির নাম বলতে পারলে কিন্তু কোনও পুরস্কার মিলবে না।
https://www.instagram.com/p/CLb8434DP-L/?utm_source=ig_web_copy_link