উত্তমকুমারের বায়োপিকে সুচিত্রা সেনের ভূমিকায় ঋতুপর্ণা!

মহানায়ক উত্তমকুমারের বায়োপিক তৈরি করতে চলেছেন পরিচালক অতনু বসু। উত্তমকুমার আজও বাঙালি হৃদয়ের শীর্ষে আসনে বিরাজমান, কাজেই তাঁর বায়োপিক বানানোর জন্য সমস্ত আঁটঘাট বেঁধেই ফ্লোরে নামবেন পরিচালক। আগামী মাসের শুরুতেই হতে পারে ছবির ঘোষণা। তার আগেই সব কলাকুশলী চূড়ান্ত হয়ে যাবে, আশা করা যাচ্ছে। এই ছবিতে উত্তমকুমারের চরিত্র কে করছেন সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, মহানায়িকা সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করতে চলেছেন টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। পরিচালক অতনু বসুকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে, তিনি অবশ্য নিজে প্রাথমিকভাবে কিছু বলতে চাননি। শুধু বললেন, “একটু অপেক্ষা করুন, অনেক সারপ্রাইজ পাবেন।” যতদূর জানা যাচ্ছে, ২০২১-এর অন্যতম বড় বাজেটের এবং ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন ছবি হতে চলেছে এটি। প্রযোজক মুম্বইয়ের একটি সংস্থা। যার সঙ্গে অতনু নিজেও জড়িয়ে। এই ছবিতে খুব সম্ভবত গৌরী দেবীর চরিত্রে থাকছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অতএব বলা যায়, শ্রাবন্তীর জন্য এটি একটি মাইলস্টোন হতে চলেছে। শাশ্বত চট্টোপাধ্যায়ের থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রায় ৭০ জন শিল্পী থাকবেন বলে খবর। টলিউড থেকে কে থাকবেন না, সেটাই এখন প্রশ্ন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *