বলিউডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শক। সেই ছবিতে মূল ভূমিকায় দেখা গিয়েছিল বিবেক ওবেরয়কে। এবার টলিউডের পরিচালকের হাত ধরে তৈরি হতে চলেছে প্রধানমন্ত্রীর বায়োপিক। আর এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন পরিচালক মিলন ভৌমিক। বাংলার পরিচালক হলেও এই ছবি তৈরি হবে হিন্দিতে। জাতীয় স্তরের দর্শকের কথা মাথায় রেখেই পরিচালক এই সিদ্ধান্ত নিয়েছেন। এক চা-ওয়ালা থেকে রাষ্ট্রনেতা হওয়ার কাহিনি মিলন ভৌমিক তুলে ধরবেন পর্দায়। সিনেমার নাম- ‘এক অউর নরেন’। মিলন ভৌমিকের ছবিতে নরেন্দ্র মোদীর ভূমিকায় দেখা যাবে গজেন্দ্র চৌহানকে। সূত্রের খবর, যোগী আদিত্যনাথের চরিত্রে দেখা যাবে বাঙালি অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে। শীঘ্রই শুরু হতে চলেছে ছবির শুটিং। সূত্রের খবর, ফেব্রুয়ারির ২৭ তারিখেই হবে সিনেমার মহরতের অনুষ্ঠান। পরিচালক মিলনের কথায়, এই ছবি কোনও রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে না। ব্যক্তি নরেন্দ্র মোদীর জীবনেও বহু চড়াই-উতরাইয়ের কাহিনি আছে। সেগুলোই তুলে ধরা হবে। অন্যদিকে মোদীর জুতোতে পা গলাতে চলা অভিনেতা গজেন্দ্র জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রীর বায়োপিকে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি বেজায় উচ্ছ্বসিত।