হৃত্বিক-কঙ্গনার ইমেল কাণ্ডে নয়া মোড়

নয়া মোড় বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন এবং কঙ্গনা রানাউতের ইমেল কাণ্ডে। হৃত্বিককে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের ‘ক্রাইম ইনটেলিজেন্স ইউনিট’ ডেকে পাঠাল। ২৭ ফেব্রুয়ারি, শনিবার বেলা ১১টা নাগাদ হৃত্বিককে হাজিরা দিতে বলা হয়েছে। ২০১৬ সালে ইমেল কাণ্ড মুম্বই পুলিসের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছিলেন হৃত্বিক রোশন। সেই মামলাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং বয়ান রেকর্ড করা হবে। ২০১৬ সালে, হৃত্বিক অভিযোগ জানিয়েছিলেন, কেউ বা কারা তাঁর নাম করে কোনও ভুয়ো অ্যাকাউন্ট থেকে কঙ্গনাকে ইমেল করতেন। যদিও কঙ্গনা রানাউত দাবি করেছিলেন, ওই ইমেল আইডি-টি হৃত্বিক নিজেই ২০১৪ সালে তাঁকে দিয়েছিলেন। ২০১৩-১৪ সালেও তাঁর ও কঙ্গনার মধ্যে ওই একই আইডি থেকে ইমেল চালাচালি হয়েছিল। ২০১৬ সালে কঙ্গনা হৃত্বিককে ‘Silly Ex’ (বোকা প্রাক্তন) বলে কটাক্ষ করেন। যাতে অভিনেত্রীকে আইনি নোটিস পাঠিয়েছিলেন হৃত্বিক। কঙ্গনার সঙ্গে কোনওরকম সম্পর্কে থাকার কথাও অস্বীকার করেছিলেন তিনি। সেই মামলার পরিপ্রেক্ষিতেই শনিবার অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করবেন মুম্বই পুলিসের অপরাধ দমন শাখার ক্রাইম ইনটেলিজেন্স ইউনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *