যৌথভাবে প্রযোজনায় হাত মেলাচ্ছেন শাহরুখ খান এবং আলিয়া ভাট। শোনা যাচ্ছে, পরিচালক জসমীত কে রিনের ডেবিউ ছবি ‘ডার্লিং’ যৌথভাবে প্রযোজনা করতে চলেছে শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্ট এবং আলিয়ার ইটারনাল সানশাইন প্রোডাকশনস। এই ছবিতে অভিনয়ও করছেন আলিয়া। এছাড়াও এই ছবিতে রয়েছে শেফালি শাহ, বিজয় বর্মা এবং রোশন ম্যাথু। পরিচালক জসমীত বলছেন, ছবির মূল চারজন অর্থাৎ আলিয়া ভাট, শেফালি শাহ, বিজয় বর্মা এবং রোশন ম্যাথু, এরা ‘পার্টনার অফ ক্রাইম’-এর আদর্শ উদাহরণ। ছবির তরফে একটি বিধিবদ্ধ সতর্কীকরণও দেওয়া হয়েছে। ‘মহিলাদের বিরক্ত করলে তা আপনার স্বাস্থ্যের পক্ষে ভয়ঙ্কর হতে পারে’– এটাই হল জসমীতের ছবির ট্যাগলাইন। পরিচালক জানিয়েছেন, মা এবং মেয়ের চরিত্রে দেখা যাবে শেফালি শাহ এবং আলিয়া ভাটকে। এই ছবিতে কাজ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত আলিয়া। অভিনেত্রী বলছেন, “ডার্লিং-এর অংশ হতে পেরে আমি উচ্ছ্বসিত। ভীষণ শক্তিশালী একটা গল্প রয়েছে এই ছবিতে। সঙ্গে রয়েছে প্রচুর মজা আর ডার্ক কমেডির পাঞ্চ। প্রযোজক হিসেবে এটা আমার প্রথম ছবি। তাও আবার শাহরুখ খানের রেড চিলিজের সঙ্গে। তাই উত্তেজনা আরও বেশি।” জানা গিয়েছে, ‘ডার্লিং’ আদতে একটি ডার্ক-কমেডি ছবি। সেখানে দেখানো হয়েছে এক মা এবং তাঁর মেয়ের গল্প। অদ্ভুত সব পরিস্থিতিতে আসলে নিজেদের অস্তিত্ব এবং সহায়সম্বল খুঁজে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন এই মা ও মেয়ে। মুম্বইয়ের রক্ষণশীল মধ্যবিত্ত পরিবেশের প্রেক্ষাপটে এগিয়েছে ছবির গল্প। কঠিন পরিস্থিতিতেও কীভাবে এই মা ও মেয়ে জীবনের প্রতি উৎসাহ এবং ভালবাসা খুঁজে পেয়েছেন, সেই গল্পই দর্শকদের শোনাবে ‘ডার্লিং’। আসলে ছবির এই মা এবং মেয়ে দু’জনেই বড় চঞ্চল। তাঁদের জীবনে হামেশাই তৈরি হয় অদ্ভুত সব পরিস্থিতি। কিন্তু তার মধ্যেই জীবনকে গুছিয়ে নিতে চেয়েছেন তাঁরা। সূত্রের খবর, এই মাস থেকেই শুরু হতে চলেছে ছবির শুটিং।