৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিনে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘বম্বে বেগমস’। এই ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে আছেন আলংকৃতা শ্রীবাস্তব। আলংকৃতা মানেই নারীকেন্দ্রিক কনটেন্ট। ‘বম্বে বেগমস’-ও একটি নারীকেন্দ্রিক ওয়েব সিরিজ । এটি ছ’টি পর্বের এক সিরিজ। এই সিরিজের হাত ধরে ২০ বছর বিরতির পর আবার স্ক্রিনে ফিরছেন অভিনেত্রী পূজা ভাট। পাঁচজন মহিলার জীবন গল্পে সাজানো হয়েছে সিরিজ। অনসম্বল কাস্টিংয়ের মুখ সাহানা গোস্বামী, আম্রুতা সুভাষ, প্লাবিতা বোরঠাকুর, আঢ্য আনন্দ, রাহুল বোস, বিবেক গোম্বার, ড্যানিশ হুসেন। গল্পে একজন চাকরিজীবি মহিলা প্রচেষ্টা চালাচ্ছেন তাঁর ব্যক্তিগত এবং কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে। পুরুষ, মহিলা, সহকর্মী, বস, বাচ্চা এবং তাঁর নিজের সঙ্গে বারবার সংঘাতের মুখে পড়ছেন, কিন্তু ততবার তিনি উঠে দাঁড়াচ্ছেন।