মা হতে চলেছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। নিজের গর্ভাবস্থার ছবি সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে শ্রেয়া এই সুখবর জানালেন। আগত সন্তানকে ‘শ্রেয়াদিত্য’ বলেও সম্মোধন করেন গায়িকা। এই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে গিয়ে রোমাঞ্চিত শিলাদিত্য এবং তিনি। পাশাপাশি জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তাঁরা। জীবনের এই নয়া পর্যায়ে প্রত্যেকে যাতে তাঁদের পাশে থাকেন এবং আশীর্বাদ জানান, সেই প্রার্থনাও করেন শ্রেয়া।
https://www.instagram.com/p/CL-57Vzg91h/?utm_source=ig_embed