দ্বিতীয় সন্তানের জন্মের পর বন্ধুদের সঙ্গে পার্টিতে ‘সইফিনা’

দ্বিতীয় সন্তানের জন্মের পর এবার কাছের বন্ধুদের সঙ্গে পার্টিতে মেতে ওঠেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। সেই পার্টির ছবি প্রকাশ্যে আনলেন করিশ্মা কাপুর। যেখানে করিশ্মার পাশাপাশি দেখা যায় মালাইকা অরোরা, অমৃতা অরোরা, নাতাশা পুনাওয়ালা এবং মণীশ মালহোত্রাকে। গার্লস গ্যাঙের পাশাপাশি করিনার সেই পার্টিতে নতুন করে যোগ হন মণীশ মালহোত্রা এবং সইফ আলি খান। দ্বিতীয়বার মা হওয়ার পর একসঙ্গে সইফিনার ছবি দেখে তাঁদের অনুরাগীরা বেশ খুশি। দ্বিতীয় সন্তানের সঙ্গে সময় কাটানোর মাঝে সম্প্রতি নিজের নিজস্বী প্রকাশ করেন করিনা কাপুর। নিজস্বীর পর এবার নতুন করে পার্টি করতে দেখা যায় বেবোকে।

https://www.instagram.com/p/CL9lCWqrUut/?utm_source=ig_embed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *