আজও অব্যাহত অনুরাগ ও তাপসি সহ আরও কয়েকজন তারকার বাড়িতে আয়কর দফতরের অভিযান

বুধবার পরিচালক অনুরাগ কাশ্যপ ও অভিনেত্রী তাপসি পান্নু সহ আরও কয়েকজন তারকার বাড়িতে এবং অফিসে অভিযান চালায় আয়কর আধিকারিকরা। মুম্বই এবং পুনেতে মোট ৩০টি জায়গায় অভিযান চালানো হয়েছে। ফ্যান্টম ফিল্মসের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগে চলছে তদন্ত৷ অন্যদিকে আয়কর বিভাগ এই কর ফাঁকির মামলায় তাপসী পান্নু এবং অনুরাগ কাশ্যপকে বুধবার রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে। বুধবার সকাল থেকে এই অভিযান শুরু হয়, যা চলে রাত পর্যন্ত চলে৷ বেশ কিছু নথি এবং কম্পিউটারও বাজেয়াপ্ত করা হয়েছে৷ বৃহস্পতিবারও এই অভিযান অব্যাহত থাকবে। তাপসী এবং অনুরাগের বাড়িতে এই অভিযান চানালোর পরই শোরগোল পড়ে যায়৷ পান্নু এবং কাশ্যপ দু’জনেই নিজেদের দৃঢ় মনোভাবের জন্য পরিচিত৷ প্রকাশ্যে তাঁরা তাঁদের মতামত জানান৷ তাই তাঁদের বাড়িতে এভাবে আয়কর কর্তাদের হানায় রাজনৈতিক প্রভাবের কথা তুলে ধরছেন ওয়াকিবহাল মহল৷ দুজনই এখন পুনেতে শুটিং করছেন এবং অভিযানের সময় প্রাথমিক তদন্তের অংশ হিসাবে আয়কর কর্তৃপক্ষ তাদের জিজ্ঞাসাবাদ করেছিল। তাপসী এবং অনুরাগ ছাড়াও যাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল, তাদের মধ্যে ফ্যান্টম ফিল্ম প্রোডাকশন হাউসের কিছু কর্মী রয়েছেন৷ ২০১৮-র এই প্রোডাকশন হাউজ ভেঙে যায়৷ যাদের বাড়িতে অভিযান চালানো হয় তাদের মধ্যে রয়েছে তৎকালীন প্রোডাকশন হাউজের প্রধান কাশ্যপ, পরিচালক-প্রযোজক বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজক বিকাশ বাহল এবং প্রযোজক-পরিবেশক মধু মন্টেনা। আয়কর দফতরের সূত্রের খবর এই প্রতিষ্ঠানের মধ্যে কিছু লেনদেনে গরমিল ছিল এবং ছিল কর ফাঁকির অভিযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *