অসুস্থ ঐন্দ্রিলাকে পরম যত্নে খাবার গুছিয়ে দিলেন সব্যসাচী

সম্প্রতি দ্বিতীয়বার ক্যানসারে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। দিল্লির একটি বেসরকারি হাসপাতালেই বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর জন্য সবাই যাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, সেই আবেদন জানান অভিনেত্রী। ‘আমার জন্য প্রার্থনা করুন।’ হাসপাতালের বেডে শুয়ে এমনই প্রার্থনা করেন ঐন্দ্রিলা শর্মা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রতি একটি ছবি শেয়ার করেন ঐন্দ্রিলা। অভিনেত্রীর ওই ছবি দেখে তাঁর অনুরাগীদের চোখে জল এসে যায়। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন ঐন্দ্রিলা। পরম যত্নে বান্ধবীর সামনে খাবার গুছিয়ে দিচ্ছেন সব্যসাচী। কঠিন পরিস্থিতির মধ্যেও পর্দার বামা অর্থাৎ অভিনেতা সব্যসাচী যে বান্ধবীর সঙ্গে ছাড়েননি, তা স্পষ্ট করেন অভিনেতা। এমনকী, দিল্লির বেসরকারি হাসপাতালে থেকে বান্ধবীকে সঙ্গ দিচ্ছেন, তাঁর মনের জোর ক্রমাগত বাড়িয়ে চলেছেন সব্যসাচী।

Keep praying for me 🙏

Posted by Aindrila Sharma on Sunday, 7 March 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *