নারী দিবসে নিজের জীবনের বিশেষ কয়েকজন নারীকে দিনটা উৎসর্গ করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। যাঁদের ছাড়া ঋতুপর্ণার দিন চলে না, তাঁদেরকেই এই দিনটা উৎসর্গ করলেন তিনি। ঋতুপর্ণা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন এঁরা হলেন তাঁর মা, শাশুড়ি-মা, মেয়ে, ম্যানেজার এবং সোশ্যাল ম্যানেজার। এঁদের ছাড়া ঋতুপর্ণা অসম্পূর্ণ। তিনি নিজের ইনস্টাতে লিখেছেন, “আমি এই দিনটা আমার চারপাশে থাকা আশ্চর্যময়ী নারীদের উৎসর্গ করতে চাই। সবার প্রথম আমার মাকে, যাঁকে ছাড়া এই সুন্দর পৃথিবীটা আমার দেখাই হত না। তারপর আমার শাশুড়ি-মাকে, আমার সব কিছুতে উনি পাশে থাকেন। কোনও ধন্যবাদই তাঁর জন্য যথেষ্ট নয়। আমার মেয়ে গাজুকে, ও আমার প্রাণ। কী আর বলব ওকে নিয়ে! সারল্য আর ভালবাসার শেষ কথা। এরপর আমার ম্যানেজার শর্মিষ্ঠাকে, ও ছাড়া আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। ও আমার দৈনন্দিন জীবনের শিরদাঁড়া। এবং অবশ্যই আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার সায়নীকে।”