এবার ভিকি কৌশল এবং কিয়ার আদবানির সঙ্গে একই ছবিতে অভিনয় করতে চলেছেন ভূমি পেডনেকার। ছবির নাম ‘মিস্টার লেলে’। ছবিটি একটি কমিক-থ্রিলার বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ছবিতে ভিকি একজন মহারাষ্ট্রীয় ছেলে, তবে ভূমি এবং কিয়ারার চরিত্র সম্বন্ধে কিছু জানা যায়নি।