সফল অস্ত্রোপচারের পর ভালো আছেন ঋতাভরী

গত ৭ মাস ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। গত অগাস্ট মাসে ‘পিরিয়েনাল অ্যাবসেস’ ধরা পড়ে অভিনেত্রীর। সার্জারিও হয়। তখনকার মতো রিলিফ পেলেও, ডাক্তার বলেন এটা পরে ফিশচুলার দিকে টার্ন নিতে পারে। এবং পরবর্তীতে তাই হয়। সমস্যা বাড়ছিল। তবে গতকাল, ফিশচুলা অপারেশন হয় ঋতাভরীর। একথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন ঋতাভরী চক্রবর্তী। অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকেই হাসিখুশি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। ঋতাভরী লিখেছেন, ‘আমার  অস্ত্রোপচার সফল হয়েছে,  সমস্যাও নিরাময় হয়েছে। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ। একটুও বাড়িয়ে বলছি না, গত ৭ মাস ধরে প্রায় পাগলের মতো কেটেছে। আমি বলব, আমার জীবনের সবথেকে খারাপ সময় গিয়েছে। প্রচণ্ড যন্ত্রণা হত। এদিক ওদিক ঘুরে বেড়াতেও সমস্যা হত। তবে সেই যন্ত্রণায় ইতি। এখন অনেকটাই ভালো বোধ করছি। আমার মা ভীষণ চিন্তা করছিলেন, আমি তাঁকে ঠিক করার চেষ্টা করছিলাম। আসলে মায়েরা মা-ই হয়। আর আমিও সবসময় আমার মতোই। আপনাদের জানা, আমি ভালো আছি। আপনাদের প্রতি ভালোবাসা রইল।’ গতকাল রাতে এক আবেগঘন পোস্ট করেন ঋতাভরীর মা শতরূপা সান্যাল। মেয়েকে নিয়ে কবিতা। সেই কবিতায় উপচে পড়ে শুভাকাঙ্ক্ষীদের কমেন্ট। ঋতাভরীর অপারেশনের পর তোলা ছবিও পোস্ট করেন শতরূপা, পরে তা বদলে অন্য এক ছবি পোস্ট করেন। কারণে শতরূপা বলেন, ‘ছবিটাতে মেয়ের মুখ কষ্ট-কষ্ট ছিল, তা-ই সবাই বেশ উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন, তাই একটা হাসিখুশি ঋতাভরীর ছবি দিয়েছি।’ কবিতার পাশাপাশি শতরূপা লেখেন, ‘ঋতাভরীর আজ একটি অস্ত্রোপচার হয়েছে । গত আগস্ট মাস থেকে ও খুব কষ্ট পাচ্ছিল এক ধরনের অর্শ্বতে। ছবিটা ওর অপারেশনের পর যখন পুরোপুরি জ্ঞান এলো , তখন নিয়েছিলাম। ও ভালো আছে। তোমাদের ভালোবাসায় শুভেচ্ছায় ও দ্রুত সুস্থ হয়ে উঠবে, আমি জানি।.. আমি লেখাটায় সব কথাই বলতে চেয়েছি। কিন্তু তোমাদের সবার উদ্বেগ ও চিন্তা হচ্ছে দেখে ছবিটা তুলে নিলাম। সবাই ভালো থেকো।!!’

https://www.instagram.com/p/CMMy36cAmcd/?utm_source=ig_embed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *